ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

খুলনায় শিল্প-কারখানা রক্ষায় ৫ দফা বাস্তবায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১২ জুন ২০২৫   আপডেট: ১৮:১১, ১২ জুন ২০২৫
খুলনায় শিল্প-কারখানা রক্ষায় ৫ দফা বাস্তবায়ন দাবি

ছবি: রাইজিংবিডি

খুলনায় শিল্প-কারখানা রক্ষায় ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজের নেতারা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সংগঠন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

দাবিগুলো হচ্ছে-নিউজপ্রিন্ট মিলের অবৈধ টেন্ডার বাতিল, লুটপাটকারী, নাটকীয়, ষড়যন্ত্রমূলক এ টেন্ডারের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং টেন্ডারের নামে ইতোপূর্বে পাচার হয়ে যাওয়া সম্পদ রাষ্ট্রের অনুকূলে ফেরত প্রদান, বন্ধ সব কারখানা আধুনিকায়ন করে চালু এবং স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ,  শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, লুটপাটের প্রতিবাদকারী শ্রমিকদের হয়রানি বন্ধ এবং পাটকল রক্ষা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও রূপরেখা প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/নুরুজ্জামান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়