ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপাসিয়ায় পলিথিন কারখানা সিলগালা, মালিককে কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১২ জুন ২০২৫   আপডেট: ১৯:১৬, ১২ জুন ২০২৫
কাপাসিয়ায় পলিথিন কারখানা সিলগালা, মালিককে কারাদণ্ড

পলিথিন উৎপাদনের যন্ত্র

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক আব্দুল আউয়ালকে (৪৪) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদের নেতৃত্বে কারখানাটিতে এই অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করে সেগুলো থেকে পলিথিন উৎপাদন করা হচ্ছিল। সেখান থেকে পলিথিন, প্লাস্টিকের কাঁচামাল ও উৎপাদন যন্ত্রাংশ জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারণে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানা মালিককে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ ।আদালতের ব্চিারক। কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং সাজাপ্রাপ্ত মালিককে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। অভিযানে সহযোগিতা করে কাপাসিয়া থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, “এই কারখানায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকি।”

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, “জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

 

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়