ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমু চৌধুরী কীভাবে মাজারে গেলেন বলতে পারছেন না কেউ  

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১২ জুন ২০২৫   আপডেট: ১৫:২৩, ১৩ জুন ২০২৫
সমু চৌধুরী কীভাবে মাজারে গেলেন বলতে পারছেন না কেউ  

অভিনেতা ও নাট্যকার সমু চৌধুরী গাবগাছের নিচে মাটিতে মাদুর পেতে গামছা পরে শুয়ে আছেন। শরীরের ওপরের অংশ উন্মুক্ত। পাশেই পড়ে রয়েছে একটি পুতুল, পানির বোতল। 

এমন দৃশ্য কোনো নাটক বা সিনেমার নয়। ‘বাস্তব অনেক সময় সিনেমাকেও হার মানায়’ কথাটি আবার মনে করিয়ে দিলো ঠিক এমন দৃশ্যের একটি ভিডিও। ভিডিওটি মিথ্যা নয়, মানুষটিও সত্য। আর এ কারণেই মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনাকাঙ্খিতভাবে আলোচনায় চলে আসেন সমু চৌধুরী। 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গাবগাছের নিচে সমু চৌধুরীকে শুয়ে থাকতে দেখা যায় আজ (১২ জুন) দুপুরে। স্থানীয় মামুন নামে এক যুবক সমু চৌধুরীকে চিনতে পেরে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। 

মামুন এ প্রসঙ্গে বলেন, ‘‘গতকাল বুধবার রাত আনুমানিক ১২টায় একটি মোটরসাইকেলে মাজারে শুধু একটা ট্রাউজার পরে আসেন সমু চৌধুরী। এ সময় তার শরীরের উপরের অংশে কাপড় ছিল না। আসার পর মোটরসাইকেল চালক ভাড়া চাইলে তাকে মারতে যান সমু চৌধুরী। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে বিষয়টি মিমাংসা করেন।’’

‘‘এরপর রাতে এখানে কী হয়েছে আমার জানা নেই। পরে আমি আবারও দুপুরের দিকে গিয়ে দেখি মাজারের পাশেই বিশাল একটি গাবগাছের নিচে গামছা পরে ঘুমিয়ে আছেন সমু চৌধুরী। তাকে চেনার পরও নাম জানতে চাইলে তিনি নিজেই বলেছেন তার নাম সমু চৌধুরী। পরে তার কয়েকটা ছবি তুলে আমার ফেসবুক আইডিতে পোস্ট করি। পরে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।’’ বলেন স্থানীয় তরুণ মামুন। 

তিনি আরও বলেন, ‘‘উনাকে যেন তার পরিবারের লোকজন দ্রুত খুঁজে পায়, এ কারণে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম।’’

এদিকে ঘটনা ছড়িয়ে পড়লে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম মাজারে যান। খবর পৌঁছায় ঢাকাস্থ অভিনয়শিল্পী সংঘের কাছে। তারা পাগলা থানায় যোগাযোগ করেন। 

ফেরদৌস আলম বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে (সমু চৌধুরী) বিধ্বস্ত অবস্থায় পেয়েছে। তাকে থানায় নিয়ে আসার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি আসবেন না। ঢাকায় উনার সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা আসছেন। মাজার থেকেই তারা অভিনেতাকে ঢাকা নিয়ে যাবেন বলে জানিয়েছেন।’’

এ দিকে সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘‘সমু ভাইয়ের মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত তাকে ঢাকায় আনার ব্যবস্থা করছি। আপাতত তিনি নিরাপদ আছেন।”

যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা থেকে কেউ সমু চৌধুরীর কাছে যাননি। প্রশ্ন হলো, সমু চৌধুরী সেখানে অত রাতে মোটরসাইকেলে অর্ধ উলঙ্গ অবস্থায় গেলেন কীভাবে এবং কী কারণে? এ প্রশ্নের উত্তর জানা যায়নি। এমনকি পুলিশও এ প্রসঙ্গে কিছু জানতে পারেনি। 

‘‘সমু চৌধুরী এখানে অভিনয় করতে আসেননি। তিনি গতকাল একা একা চলে এসেছেন। আচার-আচরণে সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে,’’ বলেন ফেরদৌস আলম।

মিলন//

সর্বশেষ

পাঠকপ্রিয়