উখিয়ায় লেকে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পানিতে ডুবে মারা যাওয়া ছলিম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি লেকে ডুবে মোহাম্মদ ছলিম (১৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের পার্শ্ববর্তী পাহাড়ঘেরা একটি লেকে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ ছলিম ক্যাম্প-১৯ এর এ/২ ব্লকের মোহাম্মদ নাসিমের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ জানান, ছলিম বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে লেকে সাঁতার কাটার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছলিমকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/টিপু