ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৩ জুন ২০২৫  
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিহত রাজীব

মাদারীপুরের শিবচরে পুরাতন ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে। 

জানা গেছে, রাজীব নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করেই কাজ করতে থাকলে হঠাৎ বিদ্যুতের একটি তার হাতে লেগে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

হাসমত মুন্সী নামে সাবেক ইউপি সদস্য বলেন, ‘‘নানা বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। ওদের নিজ বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি।’’ 

নিহতের নানা মান্নান শিকদার বলেন, ‘‘আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল রাজীব। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি নাই। বিদ্যুতের তার হাতে লেগেছিল।’’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/বেলাল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়