ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

খুলনায় গুলি করে বিকাশ এজেন্টের অর্থ লুট

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১৩ জুন ২০২৫   আপডেট: ১৭:০৬, ১৩ জুন ২০২৫
খুলনায় গুলি করে বিকাশ এজেন্টের অর্থ লুট

খুলনায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এক এজেন্টকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ১২টার দিকে খুলনার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বনি আমিন (৩৪) নামের ওই বিকাশ এজেন্টকে গুলি করা হয়। 

আহত বনি আমিন ওই এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানিয়েছেন, রূপসা কলেজের পাশে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান আছে বনি আমিনের। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান খুলতে বাধ্য করে। পরে পিস্তল দিয়ে তার বাম পায়ের হাটুর ওপর গুলি করে। যাওয়ার আগে দুর্বৃত্তরা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

একটি মোটরসাইকেলে করে এসেছিল ওই দুই দুর্বৃত্ত। হেলমেট পরিধান করায় তাদের মুখ দেখে শনাক্ত করা যায়নি। 

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রাহমান বলেছেন, রাতে এ বিষয়ে কেউ পুলিশকে অবগত করেনি। তবে, সকালে লোকমুখে গুলির ঘটনাটি শুনেছি। ঘটনা তদন্ত এবং আহতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বনি আমিন খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। সে বিকাশের মাধ্যমে মাদক ব্যবসার টাকা লেনদেন করে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়