ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৩ জুন ২০২৫  
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য কিছু টাকা ধার নেন। কিন্তু, পরে সেই টাকা আর ফেরত দিতে পারেননি। ফারুক হোসেন বিষয়টি তার শ্বশুর মাঝবাড়ি গ্রামের বাসিন্দা আলিনুর দাঁড়িয়াকে জানান। শুক্রবার আলিনুর লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়