ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

‘সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না’

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৫:১৬, ১৪ জুন ২০২৫
‘সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।”

শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা বলেন, ‘জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে জাফলং ইসিএ এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরিদর্শন শেষে তিনি বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মেশিনগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।”

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে দুই উপদেষ্টার জাফলং পরিদর্শনকালে স্থানীয় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। তারা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে উপদেষ্টার গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। 

তাৎক্ষণিক পুলিশ বিষয়টি সামাল দেয়। পরে দুই উপদেষ্টা জাফলং ত্যাগ করেন।

ঢাকা/নূর/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়