শ্যামনগরে ২ বনদস্যু আটক, বন্দুক জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করা হয়
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন-সংলগ্ন লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় একটি বন্দুক ও একটি দা জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ জুন) রাত ১১টার দিকে শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক দুই বনদস্যু হলো—শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) এবং খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে পাঁচ-সাতজন অপরিচিত লোক যতীন্দ্রনগর বাজারে ঘোরাফেরা করতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে দিদারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে দিদারুলের দেওয়া তথ্য অনুযায়ী মীরগাং এলাকা থেকে নজির গাজীকেও আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাছ ধরার নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি ধারালো দা জব্দ করে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানিয়েছেন, আটক ব্যক্তিরা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে ঢুকে দস্যুতা করত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/শাহীন/রফিক