ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২২ জুন ২০২৫  
শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে মারুফ খান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ খান শিবচরের দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা ফেলু হাজীকান্দি গ্রামের আমিনউদ্দিন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে পাচ্চর যাত্রী ছাউনিতে নামেন মারুফ। পরে তিনি যাত্রী ছাউনি সংলগ্ন ঢাকা-ভাঙ্গা রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়