ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২২ জুন ২০২৫   আপডেট: ১৭:৩০, ২২ জুন ২০২৫
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামের এক কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২২ জুন) দুপুরে ৪৪ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত আরাফাতুল সীমান্তবর্তী জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর আরাফাতুল তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গিয়ে অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে। বিস্ফোরণের পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি মাসরুরুল হক বলেন, “মাইন বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”

ঢাকা/চাই মং/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়