কুমিল্লায় করোনায় একজনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।
রবিবার (২২ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।
চলতি জুন মাসে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ৬৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, “আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
ঢাকা/রুবেল/মাসুদ