ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ সদস্য গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৬:৫২, ২৫ জুন ২০২৫
বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ সদস্য গ্রেপ্তার 

ফাইল ফটো

বান্দরবানে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপিডিএফ গণতান্ত্রিকের ছয় সদস্যকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।

গ্রেপ্তারকৃতরা হলেন- অজিত চাকমা (৩৯), রিপন চাকমা প্রকাশ শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩), ওয়াইসে মারমা (২৮), বীর কুমার ত্রিপুরা (২৯) ও সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, বান্দরবান সদরের নীলাচলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়।

বান্দরবান জেলা ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি উবামং মারমা বলেন, “বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে সংগঠনের ছয়জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ইউপিডিএফ-গণতান্ত্রিকের ৬ সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়