ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৭ জুন ২০২৫   আপডেট: ১৩:২১, ২৭ জুন ২০২৫
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে যান

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন মেহেদী হাসান। কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, মেহেদী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। ভোরে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিংয়ের কাজ চলছিল। এ সময় ট্রেনের নিচে কাটান পড়েন মেহেদী।

মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানিয়েছেন, স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এ সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়