ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৭ জুন ২০২৫   আপডেট: ১৮:০২, ২৭ জুন ২০২৫
বরিশাল বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগের ৬ জেলায় আরো ১০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। 

ডেঙ্গুতে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন—বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার আব্দুল করিম (৫০) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া এলাকার মো. ইউসুফ খন্দকার (৭২)। আব্দুল করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও মো. ইউসুফ খন্দকার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেছেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার হার উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। তাই, মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে এ বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩০৫ জন ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৩৫ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ১১ জনের মধ্যে ছয়জনই বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরগুনা জেলায় এ পর্যন্ত ২ হাজার ৬৩২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়