ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের ৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২৭ জুন ২০২৫   আপডেট: ২১:৫২, ২৭ জুন ২০২৫
বিয়ের ৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম

নীলফামারীতে বিয়ের দীর্ঘ ৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রেবেকা সুলতানা (২৬) নামে এক গৃহবধূ। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ২টার দিকে সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

রেবেকা সুলতানা কিশোরগঞ্জ উপজেলার সাদুরারপুল বাজার এলাকার বাসিন্দা সাজু ইসলাম স্বপনের স্ত্রী। সাজু পেশায় রাজমিস্ত্রি। 

রেবেকা সুলতানার পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন রেবেকা সুলতানা। প্রায় ৯ মাস তিনি স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. সুলতানা রাজিয়া লাকির অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। এ প্রসঙ্গে সুলতানা রাজিয়া লাকি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূর একটি মেয়ে ও দুটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক ও মা সুস্থ রয়েছেন। 

রেবেকা সুলতানার মা আরজিনা বেগম বলেন, ‘‘আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে একসঙ্গে তিনটি সন্তানের মা হয়েছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের! চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ।’’

রেবেকা সুলতানার বাবা এনামুল হক বলেন, ‘‘আমার মেয়ে অনেক কষ্ট করেছে এই দীর্ঘ সময়। মেয়ের মুখে আজ হাসি ফিরে এসেছে। সবাই সুস্থ আছে, সবার দোয়া চাই।’’

সিথুন//

সর্বশেষ

পাঠকপ্রিয়