ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুরের নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৭ জুন ২০২৫   আপডেট: ২২:৫৫, ২৭ জুন ২০২৫
স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুরের নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান

শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুরের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে শক্তিশালী করতে তৃণমূল থেকে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

আরো পড়ুন:

শুক্রবার (২৭ জুন) বিকেলে সভার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।

বিএনপি নেতারা জানান, তারেক রহমান চাদাঁবাজি, দখল, টেন্ডারবাজিসহ বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন জেলা নেতাদের প্রতি। তিনি আগামী নির্বচনে জনসমর্থন বাড়াতে দলের সব পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  

এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান তারা, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সফিকুল ইসলাম মাসুদ, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপম, কামরুল হাসান ও ফাহিম চৌধুরী, মাহমুদুল হক রুবেল, মো. হযরত আলী, আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন ও হাতেম আলী উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বচ্ছতার সঙ্গে সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। দলের নাম করে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দিতে নিষেধ করেছেন।”

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ বলেন, “সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে তৃণমূল থেকে স্বচ্ছতার সঙ্গে কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করব। নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়