ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ককটেলসহ ডাকাত গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৮ জুন ২০২৫   আপডেট: ০৯:১৯, ২৮ জুন ২০২৫
নরসিংদীতে ককটেলসহ ডাকাত গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার হৃদয় মীর, পাশে উদ্ধার হওয়া ককটেল

নরসিংদীর শিবপুর উপজেলার হাজীবাগান এলাকায় গোপন অভিযানে তিনটি ককটেলসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হৃদয় মীর (২২), শিবপুর থানার হাজীবাগান গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাতে বিরাজ নগর ডাকাতির ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় মীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় কাছ থেকে তিনটি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা (নং- ২৮(০৬)২৫) দায়ের করা হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি ডাকাতির ঘটনার সন্দেহভাজন। তার কাছ থেকে ককটেল উদ্ধার হওয়ায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। পুলিশ সর্বদা সজাগ রয়েছে।”

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। যে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। জেলার প্রতিটি থানা ও গোয়েন্দা ইউনিটকে সজাগ ও সক্রিয় রাখা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

ঢাকা/হৃদয়/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়