ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় মদসহ ৩ কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৮ জুলাই ২০২৫   আপডেট: ২১:৪৩, ৮ জুলাই ২০২৫
গাইবান্ধায় মদসহ ৩ কারবারি আটক

গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ২৪০ লিটার (৬ মণ) চোলাই মদসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৭ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার শিমুলতাইড় গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রুবায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- সুনীল বাবু (১৮), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১)।  

ক্যাপ্টেন রুবায়েত হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা শিমুলতাইড় গ্রামে অভিযান চালাই। এসময় মাদক বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৪০ লিটার চোলাই মদ জব্দ হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।” 

তিনি আরও বলেন, “অভিযান চলমান থাকবে। জব্দকৃত মদসহ আটক তিনজনকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।”

সাঘাটা থানার এসআই মশিউর রহমান বলেন, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চোলাই মদসহ আটক তিনজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়