ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ভাইয়ের হাসুয়ার কোপে বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ জুলাই ২০২৫  
যশোরে ভাইয়ের হাসুয়ার কোপে বোনের মৃত্যু

বড় ভাইয়ের হাসুয়ার কোপে নিহত বোন শারমিন

যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোটবোন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার সুজলপুর গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত খোকন একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন অভিযুক্ত খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন শিমুলকে হামলা করতে তেড়ে যান। হাসুয়া দিয়ে তাকে কোপ মারতে গেলে শারমিন তাতে বাধা দেয়। সেসময় হাসুয়ার কোপে গুরুতর আহত হন শারমিন। 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/রিটন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়