ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুক্রবার সুনামগঞ্জে এনসিপির সমাবেশ 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২৩ জুলাই ২০২৫  
শুক্রবার সুনামগঞ্জে এনসিপির সমাবেশ 

সুনামগঞ্জে এনসিপির সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায়  ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। 

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা। শুক্রবার ( ২৫ জুলাই) পদযাত্রা শেষে বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবাই মিলে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলার প্রধান সমন্বয়ক আরো জানান, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন। জুলাই আন্দোলনের তরুণ নায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায় প্রমুখ সমাবেশে উপস্থিত থাকবেন।

ঢাকা/মনোয়ার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়