মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ
নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, “জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না। ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার।”
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আগ্রাসনবিরোধী যাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্র অন্যতম ভিত্তি৷ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবেদারের রাষ্ট্র বারবার কায়েম করার চেষ্টা করেছে। আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্খা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।”
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছর পার হয়েছে কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন শুরাহা করতে পারি নাই। বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তোরণ চাই।”
এনসিপির আহ্বায়ক বলেন, “শরীফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টিকে সহজ ভাবে দেখার আর কোনো উপায় নাই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয় আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব।”
ঢাকা/রায়হান/সাইফ