গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী নিয়ে স্বামী পলাতক
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে মাধবী বিশ্বাস (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পর থেকে স্বামী হীরামণ বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী বিশ্বাস পলাতক আছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাধবী বিশ্বাসের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। তিনি হীরামণ বিশ্বাসের প্রথম স্ত্রী ও কালিয়া উপজেলার শুক্ত গ্রামের অরবিন্দু বিশ্বাসের মেয়ে।
এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, ১৮ বছর আগে কালিয়া উপজেলার শুক্ত গ্রামের মাধবী বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হীরামণ বিশ্বাসের। সেই সংসারে দুটি সন্তান আছে। সাত-আট মাস আগে সুদেবী বিশ্বাস নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন হীরামণ বিশ্বাস। এ নিয়ে সংসারে ঝামেলা চলছিল। বুধবার দুপুরে তাদের বাড়িতে আবার ঝামেলা হয়।
হীরামণ বিশ্বাস তার চাচাত ভাই মিঠুন বিশ্বাসকে ফোন করে জানান, তিনি ছোট বউকে তার বাবার বাড়িতে দিতে এসেছেন। আসার আগে বড় বউকে মারপিট করেছেন। মিঠুন যেন বাড়িতে গিয়ে দেখেন প্রথম স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন কি না? সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাধবী বিশ্বাসের মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন।
মাধবী বিশ্বাসের ফুফাত ভাই শ্মশান বিশ্বাস বলেছেন, ‘আমার বোনকে নিয়মিত মারধর করত হীরামণ। সে দ্বিতীয় বিয়ে করে আনার পর থেকে আমার বোনের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। আমার বোনকে মেরে সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়েছে।”
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বৃহস্পতিবার (২৪জুলাই) সকালে সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার রাতেই মাধবী বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা/শরিফুল/রফিক