চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে এই ঘটনা ঘটে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই হামলা চালিয়েছেন। তবে, এ বিষয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ এ রায়হান বলেন, ‘‘গত মঙ্গলবার ও বুধবার আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এর জেরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আমাদের পার্টি অফিসে ককটেল হামলা চালিয়েছে।’’
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘‘বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’’
দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
ঢাকা/শিয়াম/রাজীব