ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৪ জুলাই ২০২৫  
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

সাতক্ষীরায় স্কুলছাত্রী মন্দিরা দাস (১৬) নিখোঁজের ৩৬ দিন পার হলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার অপহরণ মামলা করেছে। 

মেয়ে উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছে ভুক্তভোগী পরিবার। তাদের মেয়ে বেঁচে আছে কি-না, মর্মান্তিক কিছু ঘটে গেছে কি-না তা তারা জানে না। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

সাতক্ষীরা সদরের মাগুরা বীনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে স্কুল ছাত্রী মন্দিরা দাস (১৬)। স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।

মন্দিরা দাসের বাবা বাসুদেব দাস বলেন, ‘‘আমার মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে স্থানীয় রতন বসুর ছেলে দীপ্ত অপু উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমরা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বহুবার কথা বলেছি। পরে কিছু দিন উত্ত্যক্ত না করলেও গত ১৮ জুন সন্ধ্যায় আমার মেয়ে বাড়ির সামনে রাস্তায় গেলে তাকে অপহরণ করে নিয়ে যায়।’’ 

২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেন বাসুদেব দাস। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে এক পর্যায়ে ট্রাইবুনালে মামলা করার পরামর্শ দেন। আদালতের নির্দেশে ৪ জুলাই সদর থানা মামলা নেয়। তবে এখনো পর্যন্ত মন্দিরা দাস উদ্ধার হয়নি। 

মন্দিরার মা বিশাখা রানী দাশ অভিযোগ করেন, ‘‘আমরা প্রশাসনের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এখনো আমার মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে আদৌ জীবিত আছে কি-না।’’ 

তিনি আরো বলেন, ‘‘মামলার এক আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় আমরা ক্ষুব্ধ ও হতাশ।’’ 

সাতক্ষীরা সদর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত বলেন, ‘‘বর্তমানে কাজের অনেক চাপ। তবুও মন্দিরা দাসের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এখনো তেমন অগ্রগতি হয়নি।’’ তবে দ্রুত উদ্ধার করতে সক্ষম হবেন বলে জানান তিনি।
 

ঢাকা/শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়