ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল রাবেয়ার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৬:১১, ২৫ জুলাই ২০২৫
বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল রাবেয়ার

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের মেয়ে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাবেয়া তার বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটকের জন্য অভিযান চলছে।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়