ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১২:৫৭, ২৮ জুলাই ২০২৫
টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি। সোমবার সকালে তোলা ছবি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার রাতে ৯ টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ নারীকে খুঁজে পেতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাৎক্ষণিকভাবে  ওই নারীর পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে যাওয়ার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকার ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনের খোলা ম্যানহোলে পড়ে যান। পানির স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন।

প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি তারা। 

ফায়ার সার্ভিস টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা রাত থেকেই নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা করছেন। আজও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়