ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১৯:২৫, ২৯ জুলাই ২০২৫
রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে তিনটি মোটরসাইকেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সাত্তার ঘাট হালদা সেতু এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

হামলার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করেছেন গোলাম আকবর খন্দকার। 

এ বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‍“ঘটনার বিষয়ে আমি এখনো কিছুই জানি না।”

গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের জানান, আজ বিকেল ৪টার দিকে নেতাকর্মীদের নিয়ে রাউজান বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন তিনি। সাত্তার ঘাটের হালদা সেতু এলাকায় তাদের গাড়িতে হামলা হয়। হামলাকারীরা তার ব্যবহৃত জিপ ভাঙচুর করে। পাশাপাশি তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। 

তার অভিযোগ, হামলার সময় গাড়ি থেকে নেমে আত্মরক্ষার চেষ্টা করেন। এসময় তিনিসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। হামলার পেছনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়িত।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়