ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাধারণ মানুষেরাই যে দেশের মালিক, সে কথা আমরা ভুলে যাই: সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০৩, ১ আগস্ট ২০২৫
সাধারণ মানুষেরাই যে দেশের মালিক, সে কথা আমরা ভুলে যাই: সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, ‘‘সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষেরাই যে দেশের মালিক, সে কথা আমরা ভুলে যাই।’’

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সব দপ্তরপ্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ‌‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কীভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।’’

নাসিমুল গনি বলেন, ‘‘সরকারের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতরাং জনগণকে তার প্রাপ্যসেবা বা তাদের হক থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়