ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন কমিশনের স্টিকার লাগানো গাড়ি থেকে বিয়ার জব্দ, আটক ১

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২ আগস্ট ২০২৫  
নির্বাচন কমিশনের স্টিকার লাগানো গাড়ি থেকে বিয়ার জব্দ, আটক ১

মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে আট বোতল বিয়ার জব্দ করেছে পুলিশ। এ সময় মনিরুজ্জামান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) দুপুরে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে মাদারীপুর আদালতে নেওয়া হয়েছে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। ভোররাতে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তালপট্টি তিন রাস্তার মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি দেখতে পান তারা। সন্দেহ হলে চালকসহ গাড়িটি আটক করা হয়। গাড়িতে তল্লাশি করে অ্যালকোহলযুক্ত ৮ বোতল বিয়ার জব্দ করে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ মনিরুজ্জামান নামের একজনকে আটক করা হয়েছে। ওই গাড়ি থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়