ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: আমানউল্লাহ 

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২ আগস্ট ২০২৫   আপডেট: ২১:০৯, ২ আগস্ট ২০২৫
১৬ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: আমানউল্লাহ 

কেরাণীগঞ্জের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান

বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। ৫ আগস্ট সেই আন্দোলনের জয় হয়েছে।”

আরো পড়ুন:

শনিবার (২ অগাস্ট) বিকেলে কেরাণীগঞ্জের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আমানউল্লাহ আমান বলেন, “আল্লাহ দিনকে রাত, রাতকে দিন এবং মৃতকে জীবিত আবার জীবিতকে মৃত করেন। মানে, আল্লাহ চাইলে সব পারেন। বিগত ১৬ বছরে আমি ১১বার জেলে গিয়েছি। আমার কেরাণীগঞ্জের অনেক নেতাকর্মী বিনা দোষে কারাবরণ করেছেন। অনেক অত্যাচার সহ্য করেছি। দুঃসময় যারা বিএনপির সঙ্গে ছিলেন তারাই প্রকৃত বন্ধু।” 

নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. আলী নূর পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চাঁন মিয়া, সাধারণ সম্পাদক দাউদ শিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়