ঝালকাঠিতে কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠির রাজাপুরে একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
স্থানীয়রা জানান, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা সড়কে চলাচলে তাদের ব্যাপক ভোগান্তি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, সমাজ সেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন আব্দুল লতিফ মোল্লা, আবুল বাশার, বাশার, ইয়াসিন, সিদ্দিকিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক নাজমিন বেগম এবং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।
বক্তারা বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের অনেক কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি। এমন উন্নয়ন হয়েছে যে, এখন আমরা কাদায় ভাসছি। রাস্তা না থাকলে এই কাদায় কচু চাষ করাই ভালো।
ঢাকা/অলোক/মাসুদ