ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক  

চুয়াডাঙ্গা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৩৫, ৮ আগস্ট ২০২৫
চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক  

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়েছে ভারতে পাচারকালে সাড়ে ৩ কোটি টাকার বেশি দামের ২১টি স্বর্ণের বারসহ আবিদ মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আবিদ মিয়া জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

বিজিবি জানিয়েছে, ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন যে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করবে। তার নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার নম্বর ৭৫/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা পৌর এলাকার ইশ্বরচন্দ্রপুর গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। বেলা আনুমানিক ১২টা ২০ মিনিটে বিজিবির দলটি একটি মোটরসাইকেলে করে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। তাদেরকে থামার জন্য সংকেত দেওয়া হলে একজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে পায়। আবিদ মিয়া সোনার বারসহ মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি ছোট পুকুরে ঝাঁপ দেয়। বিজিবির সদস্যরা পানিতে নেমে আবিদ মিয়াকে আটক করে। এ সময় সে তার কাছে থাকা একটি প্যাকেট সদৃশ বস্তু পুকুরে ফেলে দেয়। বিজিবি তার দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট জব্দ করে। পরে বিজিবির সদস্যরা পুকুর থেকে চোরাকারবারির ফেলে দেওয়া অপর প্যাকেটটিও উদ্ধার করে। দুটি প্যাকেট থেকে ২১টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়াও আটক ব্যক্তির ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। এগুলোর দাম আনুমানিক ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।

এ ঘটনায় বিজিবির নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়