ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৮ আগস্ট ২০২৫  
ফরিদপুরে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বিশ্বাসকে হত্যার দায়ে আশিক শেখ (১৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত আশিক শেখ ফরিদপুরের কোতোয়ালী থানাধীন লোকমান খার ডাঙ্গী গ্রামের মজিবর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাব্বির পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২০২২ সালের ১ এপ্রিল অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরের দিন উত্তর দয়ারামপুর গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রবানী ভূঁইয়া রতন বলেন, ‘‘রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।’’

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়