ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে বছরে মাছের ঘাটতি দেড় হাজার মেট্রিক টন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৫১, ১৮ আগস্ট ২০২৫
পঞ্চগড়ে বছরে মাছের ঘাটতি দেড় হাজার মেট্রিক টন

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়

পঞ্চগড় জেলায় মাছের চাহিদায় তুলনায় উৎপাদন কম হয়েছে। এ কারণে জেলায় বছরে মাছের ঘাটতি প্রায় দেড় হাজার মেট্রিক টন। জেলা মৎস্য বিভাগ সোমবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানিয়েছে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। তিনি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

সভায় জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা কে এম আব্দুল হালিম জানান, বর্তমানে জেলায় বছরে মাছের চাহিদা ২১ হাজার ৭৫৬ মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হচ্ছে ২০ হাজার ৩৩৫ মেট্রিক টন। এ হিসাবে ঘাটতি থাকে ১ হাজার ৪২১ মেট্রিক টন।

এ সময় সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে মাছ চাষি সোলেমান আলী ও জহিরুল ইসলামকে সম্মাননা দেয়া হয়। সফল মৎস্য অভয়াশ্রম হিসেবে শালশিরি মৎস্যজীবী সমবায় সমিতিকেও সম্মাননা স্মারক দেয়া হয়। একইসঙ্গে ওই অভয়াশ্রমের জন্য একটি নৌকা ও একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘‘মাছ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। খাল-বিল-নদীতে বিষ প্রয়োগ রোধ করতে হবে এবং বোরো আবাদের চাষ কমিয়ে আনতে হবে, যাতে দেশি মাছের প্রজাতি রক্ষা পায়।’ 

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছেদুল কবির, মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।  

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়