ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীগঞ্জে দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার টাকা!

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৯ আগস্ট ২০২৫  
নবীগঞ্জে দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার টাকা!

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আগস্ট মাসের এই বিলের বিলম্ব ফি ধরা হয়েছে আরও সাত হাজার ৫৯৫ টাকা।

ভুক্তভোগী গ্রাহকের নাম কাজী ছাওধন মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা।

কাজী ছাওধন মিয়া বলেন, ‘‘আমি শুধু একটি বাতি ও একটি ফ্যান চালাই। বিল দেখে অবাক হয়েছি! অফিসে দুদিন গেলাম; তারা বলেছে- ঠিক করা হবে।’’

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান জানান, গরমের সময় বেশি বিদ্যুৎ বিল আসা স্বাভাবিক। তবে দিনমজুর কাজী ছাওধন মিয়ার বিল কম্পিউটারে ভুলের কারণে হয়েছে। বিল প্রস্তুতকারীকে সতর্ক করা হয়েছে। 

ছাওধন মিয়ার সংশোধিত বিল ৫৭০ টাকা বলেও জানান আসাদুজ্জামান। 

ঢাকা/মামুন

সর্বশেষ

পাঠকপ্রিয়