ডোমারে ৯ মামলার আসামি গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হেফাজুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ভাঙচুরসহ নানা অভিযোগে ডোমার থানায় সাতটি এবং নীলফামারি সদর থানায় দুটি মামলা আছে
নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ মামলার আসামি হেফাজুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনছার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সোনারায় বসুনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। হেফাজুল ওই এলাকার আব্দুল লতিফ ডিলারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, হেফাজুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ভাঙচুরসহ নানা অভিযোগে ডোমার থানায় সাতটি এবং নীলফামারি সদর থানায় দুটি মামলা আছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে হেফাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/সিথুন/রফিক