ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন কার্যক্রম সবার আগে শুরু করেছে জামায়াত: আমীর হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৫ আগস্ট ২০২৫  
নির্বাচন কার্যক্রম সবার আগে শুরু করেছে জামায়াত: আমীর হামজা

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও চিকিৎসা সরঞ্জাম দেন জামায়াতে ইসলামীর নেতারা 

কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমীর হামজা বলেছেন, দেশে নির্বাচনের সকল কার্যক্রম সবচেয়ে আগে শুরু করেছে জামায়াতে ইসলামী। অন্য কোনো রাজনৈতিক দল এখনো এভাবে কার্যক্রম শুরু করতে পারেনি।

সোমবার (২৫ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আমাীর হামজা বলেন, “বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে, জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিতে চায়। অথচ সত্য হলো— দেশের নির্বাচনি কার্যক্রম জামায়াতই প্রথম শুরু করেছে। আমরা অন্য দলগুলোকেও আহ্বান করছি, মাঠে নেমে কাজ শুরু করুন।” 

তিনি আরো বলেন, “পিআর পদ্ধতি শুধু জামায়াতের নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলই এ পদ্ধতি বাস্তবায়নের পক্ষে। পৃথিবীর ৯১টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং তারা এর সুফল পাচ্ছে। আমরা আশা করছি, যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিনের কাছে ট্রলি, হুইলচেয়ার ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর, শহর জামায়াতের আমির মাওলানা এনামুল হকসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়