ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রী আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৬ আগস্ট ২০২৫  
আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রী আটক

ফাইল ফটো

নোয়াখালীতে আদালত ভবনের বারান্দায় স্বামী মহসিন উদ্দিনকে ছুরিকাঘাত করেছেন সুলতানা সিদ্দিক নামে এক নারী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) নোয়াখালী জেলা জজ আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

আহত মহসিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা। অভিযুক্ত সুলতানা সিদ্দিকের বাড়ি ঢাকা জেলায়। 

ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে করা একটি চেক ডিজঅনার মামলার শুনানির জন্য গতকাল সোমবার আদালতে যান মহসিন। এসময় আদালতের বারান্দায় সুলতানা সিদ্দিক মহাসিনের গলায় ছুরিকাঘাত করেন।

মহসিন উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী এই হামলা চালিয়েছেন। তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযুক্ত সুলতানা সিদ্দিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়