ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১৬, ২৬ আগস্ট ২০২৫
ফরিদপুরে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে হত্যার মামলায় আশরাফুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী গোলাম রবানী ভুঁইয়া বলেন, ‘‘আসামি আশরাফুল তার স্ত্রী কুলসুম খাতুনকে (২২) শ্বাসরোধ করে হত্যা করেন। রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’’

আরো পড়ুন:

তিনি আরো জানান, আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

দণ্ডপ্রাপ্ত আশরাফুল মোল্লা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন। মামলার অপর আসামিকে আদালত খালাস দিয়েছেন। 

মামলার বিবরণ অনুযায়ী, আশরাফুল মোল্লা দাহমাশী জুট মিলের শ্রমিক কোয়ার্টারে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট তার স্ত্রী কুলসুম খাতুনের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় বাসার একটি কক্ষে পাওয়া যায়। নিহতের ভাই মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়, কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়