ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, সহপাঠী পুলিশ হেফাজতে

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৬ আগস্ট ২০২৫  
মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, সহপাঠী পুলিশ হেফাজতে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলামকে (৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার সহপাঠী এক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে আশরাফুল ইসলামকে হত্যা করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 

আরো পড়ুন:

নিহত আশরাফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইয়াসমিন ফয়সল দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত অভিযোগে সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাতে মাদ্রাসার এক ছাত্রের (১১) জুতা লুকিয়ে রাখে। পরে সে জানতে পারে আশরাফুল তার জুতা লুকিয়েছিল। এরপর আশরাফুলকে নিয়ে ওই কিশোর মাদ্রাসার পেছনে যায়। সকালে আশরাফুলকে খুঁজে না পেয়ে শিক্ষকরা ছাত্রদের জিজ্ঞাসাবাদ শুরু করে। বিষয়টি পুলিশকে জানানো হলে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন মাদ্রাসার পেছনের ড্রেন থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়