ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৪৬, ২৭ আগস্ট ২০২৫
গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অভিযান

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২৬ আগস্ট) পুলিশ বাদী হয়ে মামলাটি করে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এদিকে, গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জামালপুর এলাকায় হামলাকারীদের ধরতে যৌথ অভিযান চালানো হয়। র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্র জানায়, গত সোমবার (২৫ আগস্ট) বিকেলে জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গজারিয়া থানা ও নৌ-পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালায়। এসময় নদীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচটি স্পিডবোট ও ট্রলারে করে চাঁদপুর জেলার বেলতলী বাজার লঞ্চঘাটের কাছাকাছি চলে যায় জলদস্যুরা। পরবর্তীতে বেলতলী ঘাট থেকে ৫০-৬০ জন জলদস্যু পুলিশের স্পিডবোট লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ ও পরে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টাগুলি চালায়। এ সময় জলদস্যুরা পালিয়ে যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‍“অভিযানে পুলিশ, র‍্যাব, নৌ-পুলিশ ও কোস্টগার্ড মিলিয়ে মোট দুই শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছিলেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।”

তিনি আরো বলেন, “ডাকাত দলের গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায় গতকাল মঙ্গলবার গজারিয়া থানায় ৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় পুলিশের তালিকায় ‘চিহ্নিত নৌ ডাকাত’ পিয়াস সরকারকে (৩০) প্রধান ও নয়নকে (৪৫) দ্বিতীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে আরো ২০-৩০ জন।”

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়