ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিশিং ট্রলারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা, আটক ৯

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১০:২১, ২৭ আগস্ট ২০২৫
ফিশিং ট্রলারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা, আটক ৯

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। আটক করা হয়েছে ৯ জনকে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- মো. আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রকাশ কালু (৭০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, টেকনাফ থেকে ইয়াবার চালান মাছ ধরার ট্রলারে কক্সবাজারে আসছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালানো হয়। বাঁকখালী নদীর মোহনায় একটি ট্রলার থামিয়ে তল্লাশি করা হলে তেলের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ট্রলারটিও জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূলহোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালীতে। তিনি বর্তমানে পলাতক। আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়