ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় জাল রুপি নিয়ে ৫ বছরের শিশুসহ বাবা আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৭ আগস্ট ২০২৫  
ভারতীয় জাল রুপি নিয়ে ৫ বছরের শিশুসহ বাবা আটক

ভারতীয় জাল রুপিসহ আটক ওলিয়ার শেখ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাঁচ লক্ষ চার হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ (৫৭) ও আমান শেখ (৫) নামে বাবা-ছেলেকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় তাদের দুজনকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে আটক করা হয়।

আটককৃত ওলিয়ার শেখ বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করে আসছেন। সেখানে ওলিয়ার দর্জির কাজ করেন। ২০১৭ সালে তিনি বিহারের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা মোছা. ববিয়াকে (৩৫) বিয়ে করেন।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আরো জানান, খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে বাংলাদেশের ৯০০ গজ ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। ওলিয়ারের দেওয়া তথ্য মতে, বাগেরহাট সদর থেকে মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা দিয়ে ভারতীয় পাঁচ লক্ষ চার হাজার জাল রুপি কেনেন তিনি।

আটক ওলিয়ার শেখকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান, বিজিবির এই কর্মকর্তা।

ঢাকা/সোহাগ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়