ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে হাঁস পালন করে অনেকের ভাগ্যবদল 

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৩৯, ২৭ আগস্ট ২০২৫
নড়াইলে হাঁস পালন করে অনেকের ভাগ্যবদল 

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুরসহ আশপাশের বিল এলাকায় হাঁস পালন করে ভাগ্যবদল করছেন শিক্ষার্থী, বেকার যুবকসহ অনেকে। বর্ষায় পানিভরা বিল-জলাশয়কে কাজে লাগিয়ে অস্থায়ী খামার গড়ে তুলেছেন তারা। হাঁস ও ডিম বিক্রি করে প্রতিদিন আয় করছেন হাজার হাজার টাকা। সম্প্রতি শোলপুর গ্রামে গিয়ে এ চিত্র দেখা গেছে।

হাঁসের খামারি হাদিউজ্জামান রাইজিংবিডি ডটকমকে বলেছেন, ২০০ হাঁস নিয়ে খামার শুরু করেছিলাম। বর্তমানে আমার খামারে ৫০০টি হাঁস আছে। প্রতিদিন প্রায় ৪০০টি হাঁসে ডিম পাড়ে। এতে মাসে আয় হয় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। ডিম পাড়া শেষে হাঁস বিক্রি করলে বাড়তি আয় হবে প্রায় আড়াই লাখ টাকা। 

দশম শ্রেণির ছাত্র জাহিদ হাসান শেখ লেখাপড়ার পাশাপাশি নিজেই গড়ে তুলেছেন একটি হাঁসের খামার। তার খামারে রয়েছে ২৫০টি হাঁস। প্রতিদিন ডিম বিক্রি করে আয় করেন প্রায় ২ হাজার ৫০০ টাকা। 

শুধু শোলপুর বিল নয়, বড়েন্দার বিল, ইছামতী বিল, দুধপাতাল বিলসহ ১২টি বিলে হাঁস পালন করছেন অন্তত ১৫০ জন। বর্ষাকালে ধানক্ষেতে পানি জমে থাকায় হাঁস পালন সহজ ও লাভজনক হয়ে উঠেছে এ এলাকায়।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইলে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৩০০টি হাঁসের খামার আছে। এসব খামারে ক্যামবেল, ইন্ডিয়ান রানার ও চায়না জাতের ৩ লাখ ৫১ হাজারের মতো হাঁস পালন করা হচ্ছে। এ জেলায় বছরে উৎপাদিত হয় সাড়ে ৩ কোটি ডিম।

নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান জানিয়েছেন, বিল অঞ্চলে হাঁস পালনে খামারিরা লাভবান হচ্ছেন। হাঁসের খাবারের জন্য বাড়তি খরচ তেমন লাগছে না। 

প্রাণিসম্পদ বিভাগ হাঁস খামারিদের প্রশিক্ষণ, ভ্যাকসিন ও কারিগরি সহায়তা দিয়ে থাকে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়