মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রুপা আক্তার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক রুপা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম এতথ্য জানান।
গ্রেপ্তার রুপা আক্তার সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ধামরাই এলাকা থেকে রুপাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়।”
ঢাকা/চন্দন/মাসুদ