ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ‘আপ বাংলাদেশের’ আহ্বায়ক কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৫৪, ২৮ আগস্ট ২০২৫
কক্সবাজারে ‘আপ বাংলাদেশের’ আহ্বায়ক কমিটি গঠন

রাফি আল ইমরান ও কফিল উদ্দিন ইমু

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ছয় মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনের পর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে রাফি আল ইমরানকে আহ্বায়ক ও কফিল উদ্দিন ইমুকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন, গোলাম আজম খান, মোহাম্মদ মহি উদ্দিন, আবু হেনা, দিদার আলম, সুলতানা রাফিয়া ওহি, এরশাদ উল্লাহ, মিনহাজুল ওয়াহিদ ও তানসিফুর রহমান।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন- সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনার, হাফেজ কায়সার, মাহদী আজম বিপুল, নুরসাত খানম লিজা, মিনহাজুল ইসলাম, শফিকুর রহমান, রমজান আলী রাজা, ওসমান গনি ও আব্দুল্লাহ আল নুমান। একইসঙ্গে ঘোষিত তালিকায় আরো ১০২ জনকে সদস্য করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়