ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি পানামা পোর্টের নতুন এমডি হলেন রফিকুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৭ আগস্ট ২০২৫  
হিলি পানামা পোর্টের নতুন এমডি হলেন রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স

দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নতুন নেতৃত্বে আসল পরিবর্তন। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বন্দরের বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে তাকে এমডি হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল।

অতিশ কুমার শ্যানাল জানান, কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) মৃত্যুবরণ করায় পদটি শূন্য ছিল। এতে বন্দরের প্রশাসনিক কার্যক্রমে একটি শূন্যতার সৃষ্টি হয়।

আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে নতুন এমডি হিসেবে রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্সকে দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা/মোসলেম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়