ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকাতির মহাপরিকল্পনা

বিকেল থেকেই ব্যাংকে লুকিয়ে ছিলেন যুবক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৪, ২৮ আগস্ট ২০২৫
বিকেল থেকেই ব্যাংকে লুকিয়ে ছিলেন যুবক

সহিদুল হক। ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম (ডানে)

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় ডাকাতি চেষ্টার অভিযোগে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়। এলাকাবাসীর ধারণো, গতকাল বিকেল থেকে ওই যুবক ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন।

আরো পড়ুন:

আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকুরু মোহাম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের নাইট গার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে লাইটের আলো দেখতে ও শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি পুলিশকেও বিষষটি জানান। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করা হয়।  

এসময় একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়। ব্যাংকের টাকা রাখার ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্ন দেখতে পান এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়। 

ব্যাংকের গার্ড আনিস বলেন, ‍“রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলে থাকতে দেখতে পাই। শব্দ আসতে থাকে। ব্যাংকের ভেতর একা প্রবেশের সাহস পাচ্ছিলাম না। ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে যাই। এরপর ওই ডাকাতকে দেখতে পাই।” 

স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, আটক যুবক বিকেলে ব্যাংকে এসে লুকিয়ে ছিলেন। রাতে তিনি ডাকাতির চেষ্টা করেন।” 

তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদ ডাকাতির চেষ্টায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এ বিষয়ে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়