মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২ ডেঙ্গু রোগী
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে সিভিল সার্জনের কার্যালয়
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৩২ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৫৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৫৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ঢাকা/চন্দন/এস